রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার কাঁকনহাটে মাটিচাপা পড়ে মহেষ সর্দার (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃত মহেষ সর্দার উপজেলার মান্ডইল গ্রামের নন্দন সর্দারের ছেলে।
কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হাসমত আলী জানান, কাঁকনহাট এলাকায় ড্রেন নির্মাণ করছে পৌরসভা। এতে মাটি কাটার কাজ করছিলেন মহেষ সর্দার। বেলা সাড়ে ১২টার দিকে ড্রেনের পাশের একটি দোকানের দেয়াল ধসে পড়ে ড্রেনের ভেতর। এর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মহেষ সর্দারের মৃত্যু হয়।
এ নিয়ে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এসআই।
বিডি প্রতিদিন/ ০৯ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-০৯