সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৪টায় সিদ্ধিরগঞ্জ থানা সংলগ্ন বালুর মাঠে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মু. সরাফত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মতিয়ার রহমান, এএসপি (এ-সার্কেল) আব্দুল্লাহ আল মাসুদ, সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি, আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি আব্দুস সামাদ বেপারী, কাউন্সিলর আরিফুল হক হাসান, নারায়ণগঞ্জ পুজা উদযাপন কমিরি সাধারণ সম্পাদক শিখর সরকার সিপন, সিদ্ধিরগঞ্জ থানা হিন্দু বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী কালিপদ মল্লিক, সিদ্ধিরগঞ্জ থানা পুজা উদযাপন কমিটির আহ্বায়ক শিশির ঘোষ অমর, যুবলীগ নেতা মহসিন ভূইয়া, হাজী ওমর ফারুকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা সাম্প্রদায়িক দাঙ্গা, জঙ্গিবাদ, ইভটিজিং, মাদক বিরোধি জনসচেতনামুলক বক্তব্য প্রদান করেন।