নিউরোলজি, নেপ্রোলজি, হেপাটোলজি ও গ্যাস্ট্রো ইন্ট্রালজি রোগীরা এখন থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসা পাবেন।
বুধবার সকাল ১১টায় বগুড়া শজিমেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান ফিতা কেটে নতুন চারটি ইউনিট উদ্বোধন করেন। চারটি নতুন ওয়ার্ডের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে ৬০ জন রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকেরা এই চিকিৎসা সেবা দেবেন।
উদ্বোধন উপলক্ষে শজিমেক হাসপাতাল সভাকক্ষে সকাল সাড়ে ৯টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মাসুদ আহসান এমপিএইচ, এমফিল। প্রধান অতিথি ছিলেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আব্দুল মান্নান। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিএমএ বগুড়ার সভাপতি ডা: মোস্তফা আলম নান্নু, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপ- পরিচালক ডা: একে এম কামরুল আহসান, কলেজর অধ্যক্ষ প্রফেসর আহসান হাবীব, মেডিসিন বিভাগের বিভাগী প্রধান অধ্যাপক জাকির হোসেন, উপাধ্যক্ষ ও বিএমএ বগুড়ার সাধারণ সম্পাদক ডা: রেজাউল আলম জুয়েল, স্বাচিপ সভাপতি ডা: সামির হোসেন মিশু, হাসপাতালের কিডনী রোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা: এহসানুল করিম রুপম, স্নায়ুরোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা:আসাফুদৌলা, পরিপাকতন্ত বিভাগের বিভাগীয় প্রধান ডা: মাকসুদুল আলম, লিভার বিভাগের বিভাগীয় প্রধান ডা: সাদেকুল ইসলাম, এমপি পত্নী ও সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান প্রমুখ।