পার্বত্য চট্টগ্রাম ভূমি নিষ্পত্তি কমিশন আইন বাতিলের দাবিতে রাঙামাটিতে কালো পতাকা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। বুধবার সকাল সাড়ে ১০টায় শহরের কাঠাঁল তলী এলাকায় সংগঠনটির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধাণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। এসময় পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও সাধারণ বাঙালিরা কালো পতাকা হাতে মিছিলে অংশ নেন।
সমাবেশে বক্তব্য রাখেন, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের রাঙামাটি জেলার সভাপতি মুহাম্মদ ইব্রাহীমের, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় নেতা মো. শাব্বির আহম্মদ প্রমুখ।
সমাবেশে বক্তরা অভিযোগ করে বলেন, ১৯৯৭ সালে পার্বত্য চুক্তি স্বাক্ষরের পর শান্তি বাহিনী নামক গেরিলা বাহিনীর স্বাভাবিক জীবনে ফিরে আসার কথা থাকলেও তারা আসেনি। বন্ধ হয়নি পাহাড়ে অপহরণ, গুম, হত্যা, চাঁদাবাজি। ফিরে আসেনি শান্তি। তাদের ভয়ে নিরাপত্তাহীনতায় থাকতে হয় সাধারণ পাহাড়ি-বাঙালিদের।
বক্তারা আরও বলেন, শান্তি চুক্তি স্বাক্ষরের পর শান্তিবাহিনী নামক সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ ভেঙে জন্ম নিয়েছে আরও তিনটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ। যা বর্তমানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস), এমএন লামরার (সংষ্কারপন্থি) ও ইউপিডিএফ নামে পরিচিত। অন্যদিকে, পার্বত্য ভূমি কমিশন নামে পার্বত্যাঞ্চলকে আলাদা জুম্ম ল্যান্ড গড়ার ষড়যন্ত্র চলছে।
বক্তারা অবিলম্বে বৈষম্যমূলক পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিলের জোর দাবি জানান।
বিডি-প্রতিদিন/এস আহমেদ