চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুড়োপাড়ায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চুয়াডাঙ্গা জেলা কারাগারের কারারক্ষী জি এম সাইদুর রহমান (৩৬) নিহত হয়েছেন। বুধবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জি এম সাইদুর রহমান সাতক্ষিরা জেলার কলারোয়ার ইবাতুল্লার ছেলে।
দামুড়হুদা থানার ডিউটি অফিসার এএসআই আব্দুর রহিম জানান, নিহত কারারক্ষী সাইদুর রহমান মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা থেকে দামুড়হুদার দিকে আসছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান তিনি। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
জেল সুপার নজরুল ইসলাম জানান, নিহত জি এম সাইদুর রহমান চুয়াডাঙ্গা জেলা কারাগারে কারারক্ষী পদে কর্মরত ছিলেন।
বিডি প্রতিদিন/ ০৯ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১৩