নাটোরে তিনটি মেছোবাঘের বাচ্চা উদ্ধার করেছে স্থানীয়রা। আজ বুধবার বিকেলে সদর উপজেলার ধরাইল গ্রামের একটি আখক্ষেত থেকে বাচ্চাগুলো উদ্ধার করা হয়। পরে বাচ্চাগুলো বনবিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।
সদর উপজেলা বন কর্মকর্তা এবিএম আব্দুলাহ জানান, আখক্ষেতে তিনটি মেছোবাঘের বাচ্চা দেখতে পেয়ে স্থানীয়রা বন বিভাগে খবর দেয়। খবর পেয়ে সদর উপজেলা কর্মকর্তা ও বনবিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে বাচ্চাগুলো উদ্ধার করে। পরবর্তীতে মেছোবাঘের বাচ্চাগুলো বিভাগীয় বন্যপ্রাণী সেলে পরিচর্চা শেষে রাজশাহীর গোদাগাড়ি বনাঞ্চলে অবমুক্ত করা হবে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ