পাবনার ফরিদপুরে রফিকুল ইসলাম (৪০) নামে এক সার বাবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ধানুয়াঘাটা বাজারে এ ঘটনা ঘটে বলে জানান আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন।
নিহত রফিকুল আটঘরিয়া উপজেলার একদন্ত ষাটগাছা গ্রামের দুলালের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে রফিকুল ইসলাম ধানুয়াঘাটা বাজারে তার ব্যবসায়ী প্রতিষ্ঠানে আসছিলেন। পথে একদল দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কোপায়। এতে তিনি গুরুতর আহত হন।
ওসি ফারুক হোসেন বলেন, ঘটনাস্থল আমাদের থানার এলাকাভুক্ত নয়। তবুও খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। তার আগেই নিহত ব্যক্তির আত্মীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। বর্তমানে মরদেহ পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/১০ নভেম্বর, ২০১৬/মাহবুব