ব্রাহ্মণবাড়ীয়ার নাসির নগর ও হবিগঞ্জে মন্দিরে হামলা-ভাঙচুর, নেত্রকোনার সাতপাই কালী মন্দিরে আগুন দেয়াসহ সারাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে নেত্রকোনা মহিলা পরিষদ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় মোক্তারপাড়া পৌরসভার সামনের সড়কে এ মানববন্ধন পলিত হয়।
মানববন্ধন চলাকালে দেশের বিভিন্ন মন্দিরে ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনার তীব্র প্রতিবাদ জানান বক্তারা। অবিলম্বে দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্থির দাবি জানান তারা। বক্তব্য রাখেন, মহিলা পরিষদের সভাপতি রেহেনা সিদ্দিকী, সম্পাদক তাহেজা বেগম, আন্দোলন সম্পাদক সৈয়দা বিউটি, সিপিবি’র খন্দকার আনিসুর রহমান, উদীচীর সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান খান ও শ্যামলেন্দু পাল প্রমুখ।
মানববন্ধনে জেলা মহিলা পরিষদের নেতৃবৃন্দসহ সকল শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ