বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় জাল টাকাসহ এক ভারতীয়কে আটক করা হয়েছে। আটক হওয়া ব্যক্তির নাম নেসারউদ্দিন। তার বাড়ি কলকাতায়। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।
নেসারউদ্দিনের কাছে ৪১ হাজারের বেশি বাংলাদেশি জাল নোট ছিল। সীমান্ত পার করে ভারতে সেই নোট পাচারের উদ্দেশ্য ছিল নেসারউদ্দিনের। এ ঘটনায় তার পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে।
বাংলাদেশের যশোর জেলার বেনাপোল ও পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল স্থল সীমান্ত দিয়ে নিয়মিত যাতায়াত করে দুই দেশের বাসিন্দারা। অভিযোগ রয়েছে জাল নোটের কারবার হয় সীমান্তের দু'দিকেই।
যশোরের বেনাপোল সীমান্ত চেকপোস্টের বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার নজরুল ইসলাম জানান, সোর্সের মাধ্যমে জানতে পারি, একজন ভারতীয় বিপুল পরিমাণ বাংলাদেশি মুদ্রা নিয়ে ভারতের দিকে যাচ্ছে। তারই ভিত্তিতে ওই ভারতীয়কে আটক করা হয়। মুদ্রা পাচারের দায়ে তার নামে মামলা করা হবে।
বিডি প্রতিদিন/১০ নভেম্বর, ২০১৬/ফারজানা