মুন্সীগঞ্জে কবর খুঁড়তে গিয়ে ২০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূতির্র খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রামপাল ইউনিয়নের জোড়ারদেউল পঞ্চায়েত কবরস্থানের একটি কবর খুঁড়তে গিয়ে কষ্টি পাথরের মূর্তিটি দেখতে পান স্থানীয়রা।
রামপাল ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য মো. হযরত আলী লিটন জানান, জোড়ার দেউল গ্রামের আছান উদ্দিনের স্ত্রী আঞ্জুমান বেগম ভোর রাতে মারা যায়। স্থানীয় গ্রামবাসী কবরস্থানে কবর খুঁড়তে গিয়ে মূর্তিটি দেখেন। পরে স্থানীয়রা হাতিমারা পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ও সদর উপজেলা প্রশাসনের যৌথ উদ্দোগ্যে মূর্তিটি উদ্ধার করে সংরক্ষণের জন্য জেলা প্রশাসকের ট্রেজারিতে জমা দেন।
মূর্তি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া জাহান বলেন, সুন্দর কারুকার্য খচিত বেদিটি কবর খুঁড়তে গিয়ে পাওয়া গেছে। তবে মূল মূর্তিটি পাওয়া যায়নি, এর কিছুটা অংশ পাওয়া গেছে। মূর্তিটি উদ্ধার করে সংরক্ষণের লক্ষ্যে জেলা প্রশাসনের ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ/ আফরোজ