বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর বন্দরে অভিযান চালিয়ে ঢাকা থেকে আসা তিন লঞ্চযাত্রীর কাছ থেকে ১ হাজার ৫০০ টি ইয়াবা বড়ি উদ্ধার করেছে র্যাব। বৃহস্পতিবার ভোরে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আটক তিনজন হলেন- বাবুগঞ্জ উপজেলার ভুতেরদিয়া গ্রামের মৃত কাদের পেয়াদার ছেলে শহীদ পেয়াদা, মাদারীপুরের কালকিনির দক্ষিণ জনারধন্দী এলাকার মো. ইউনুছ ঘরামী ও তার স্ত্রী খাদিজা বেগম। এদের মধ্যে শহীদ পেয়াদা সাভারের নবীনগর এলাকার লিটন মিয়ার বাড়ির এবং ইউনুছ-খাদিজা দম্পত্তি চট্টগ্রামের হালিশহরের আবুল হোসেনের বস্তির ভাড়াটিয়া বাসিন্দা। এই তিনজন ইয়াবা নিয়ে লঞ্চযোগে ঢাকা থেকে বরিশালে এসেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে লঞ্চ থেকে শিকারপুর লঞ্চঘাটে নামার পরপরই তাদের আটক করে র্যাব।
র্যাবের জিজ্ঞাসাবাদে আটককৃতরা দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা এনে বরিশালের বিভিন্ন স্থানে পাইকারী ও খুচরা বিক্রির কথা স্বীকার করেছেন।
জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের উজিরপুর থানায় সোপর্দ করে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব।
বিডি-প্রতিদিন/এস আহমেদ