কুমিলার চৌদ্দগ্রামে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার চিওড়া ইউনিয়নের ঝাটিয়ারখিল গ্রামের আনোয়ার হোসেনের পুত্র কাজী জিয়াউর রহমান, আলকরা ইউনিয়নের কেন্দুয়া গ্রামের হাবিবুর রহমানের পুত্র আজিজুর রহমান ও মুন্সিরহাটের খিরণশালের সাহাব উদ্দিনের পুত্র ফারুক হোসেন।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার এসআই হোসাইন জানান, বুধবার গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ