গাজীপুরের টঙ্গীর মাজারবস্তি এলাকার মাদকসম্রাট বাচ্চুর আস্তানায় অভিযান চালিয়ে স্বর্ণালংকার, ইয়াবা ও হেরোইন উদ্ধার করেছে গাজীপুর ডিবি পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
তিনি জানান, বুধবার রাত পৌনে ১০টার দিকে টঙ্গীর মাজারবস্তী এলাকার মাদক সম্রাট বাচ্চুর আস্তানায় গাজীপুর ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় সেখান থেকে ২৩ ভরি স্বর্ণালংকার, ১০০ গ্রাম হেরোইন, ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বাচ্চুকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। বাচ্চুর বিরুদ্ধে হত্যা, মাদকসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানান পুলিশ সুপার। এসময় গাজীপুর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ১০ নভেম্বর, ২০১৬/ আফরোজ/০১