নোয়াখালীর কোম্পানিগঞ্জের উরির চরে ট্রলার থেকে যাত্রী নামার সময় হুড়োহুড়িতে নদীতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ দুপুরে চর চরাবালি ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত শিশুর নাম মো. আশিক (১৩)। সে একই উপজেলার চর বালুয়ার আলী আহম্মদের ছেলে। এসময় স্থানীয়দের সহযোগিতায় ট্রলারের যাত্রীদের উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী ও চর এলাহী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুর রাজ্জাক জানান, চর এলাহী থেকে উরির চর আসার পর চর চরাবালি ঘাটে যাত্রীরা হুড়োহুড়ি করে নামতে গেলে যাত্রীবাহী ট্রলারটি নদীতে কাত হয়ে যায় এসময় কয়েকজন যাত্রী নদীতে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত তাদের জীবিত উদ্ধার করে।
কোম্পানিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলে রাব্বি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চর এলাহী থেকে ৩০ জন যাত্রী নিয়ে ট্রলারটি আসে। পরে চর চরাবালি ঘাটে পৌঁছার পর যাত্রীরা নামার সময় এ দুর্ঘটনা ঘটে।
বিডি-প্রতিদিন/ ১০ নভেম্বর, ২০১৬/ আফরোজ/০২