টাঙ্গাইলের ঘাটাইলে জিবিজি কলেজ শাখা ছাত্রলীগের ভিপি আবু সাঈদ রুবেল (২৮)-কে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা । বুধবার দিবাগত রাত ১২টায় কলেজ ক্যাম্পাসের বাইরের পূর্ব-দক্ষিণ কোণে এ ঘটনা ঘটে । এ ঘটনায় বিক্ষুব্ধ ছাত্রলীগ ও শ্রমিকলীগ টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের বিজয় ৭১ চত্বরে সকাল পৌনে ১২টা থেকে পোনে ১টা পর্যন্ত সড়ক অবরোধ করে। পরে রবিউল ইসলাম তমালের সভাপতিত্বে এক বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয় ।
বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু, ঘাটাইল পৌর মেয়র শহিদুজ্জামান খান, কলেজ শাখা এজিএস রঞ্জু আহম্মেদ প্রমুখ। বক্তারা অভিলম্বে দোষিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি রোডের দূরপাল্লার যান চলাচল বন্ধ হয়ে যায় । এতে রাস্তার উভয়পাশে কমপক্ষে ৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে কলেজ ক্যাম্পাসে তাফসীরে কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা অতর্কিতভাবে হামলা করে শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম করে। পরে মুমূর্ষু অবস্থায় প্রথমে তাকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘাটাইল থানা অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন জানান, কি কারণে এ ঘটনা ঘটেছে জানা যায়নি। এজাহার দিলে ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় ঘাটাইলে থমথমে পরিবেশ বিরাজ করছে। সকাল থেকেই থানা পুলিশ ছাড়াও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে, ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের তরফ থেকে আগামীকাল বিকালে ছাত্রলীগ নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয় ।
বিডি-প্রতিদিন/ ১০ নভেম্বর, ২০১৬/ আফরোজ/০৪