ইয়াবা, গাঁজা ও মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বান্দরবানের লামা উপজেলা। ইতিমধ্যে নেশার প্রাপ্তির স্থান ও নেশা গ্রহণের অভয়রাণ্য হিসেবে ব্যাপক পরিচিত লামা পৌর এলাকার লামা বাজার ছোট নুনার বিল মার্মা পাড়া, পাড়া সংলগ্ন কয়েকটি দোকান, মধুঝিরি মাষ্টার পাড়া, কলিঙ্গাবিল মার্মা পাড়া, চাম্পাতলী মার্মা পাড়া। পাশাপাশি লামা উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে বেশ কয়েকটি স্থানে নিয়মিত মাদক বিক্রি হয়।
লামার মাদক সাম্রাজ্যের চিহ্নিত গডফাদারেরা এসব মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে দেদারছে। অভিযোগ রয়েছে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর নিরব ভূমিকার কারণেই ইয়াবা ও মাদক ব্যবসায়ীরা আরো বেপরোয়া হয়ে উঠেছে।
এ ব্যাপারে লামা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন বলেন, এলাকার চিহ্নিত মাদক ও নেশার স্পটগুলোতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান অব্যাহত রয়েছে। অনেককে আটক করে মাদক আইনে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। উপজাতি পাড়া কেন্দ্রিক নেশার ব্যবসা গড়ে উঠায়, অনেক সময় অভিযান পরিচালনা করতে আমাদের সমস্যা হয়। যুব সমাজকে নেশার হাত থেকে বাঁচাতে, নেশার বিস্তার রোধে ও নেশা আমদানি-রপ্তানী বন্ধে র্যাবসহ ভাম্যমাণ আদালতে পরিচালনা করতে আবেদন জানিয়েছেন সচেতন মহল ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার