নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঞ্চল্যকর নবীর হোসেন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ সকালে উপজেলার হাটাব, মুড়াপাড়া, মঠেরঘাটসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল শেষে মুড়াপাড়ার মঠেরঘাটস্থ্য রূপগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, হাটাব আতলাশপুর এলাকার আব্দুল্লাহ মিয়ার ছেলে দিনমজুর নবীর হোসেনকে নৃংশস ভাবে হত্যাকারী কবির হোসেন, উত্তম চন্দ্রসহ সহযোগী সকল আসামিদের অবিলম্বে গ্রেফতার করে দ্রুত ফাঁসির দাবি জানাচ্ছি। বক্তারা আরও জানান, যদি এ হত্যাকান্ডের মূল রহস্য উম্মেচিত না হয়, তাহলে আসামিরা পারপেয়ে যাবে। আর এতে করে আসামিরা এলাকায় এ ধরনের ঘটনা আরো ঘটাবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার/3