লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দু'গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে দালাল বাজার ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে। এসময় ছাত্রলীগ নেতাকর্মীদের দেশীয় অস্ত্র হাতে মহড়া দিতে দেখা গেছে। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ। এসময় এক ছাত্রলীগ নেতাকে আটক করা হয়।
ছাত্রলীগ সূত্রে জানা যায়, স্থানীয় দালাল বাজার ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন অনিকের সঙ্গে পার্শ্ববর্তী দালাল বাজার এনকে উচ্চ বিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউরের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে কলেজ ক্যাম্পাস এলাকায় দু'পক্ষের সমর্থকরা ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। এসময় দেশীয় অস্ত্রশস্ত্র (রামদা, ছেনি, হকিস্টিক) নিয়ে মহড়া দিতে দেখা যায় ছাত্রলীগ নেতাকর্মীদের। এতে করে সাধারণ ছাত্রছাত্রীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়। পরে সদর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এসময় স্থানীয় ১৫নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক লতিফকে আটক করে পুলিশ।
বিডি-প্রতিদিন/ ১০ নভেম্বর, ২০১৬/ আফরোজ/০৬