সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলার কোনাবাড়ী এলাকায় বাসচাপায় ফজলে রাব্বি (১৩) নামের এক জেএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। নিহত রাব্বি উপজেলার খামার পাইকশা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ও কোনাবাড়ী ইসহাক উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
একই ঘটনায় রাব্বির চার সহপাঠীসহ পাঁচ জন আহত হয়েছেন। রাব্বির আহত সহপাঠী শাপলা খাতুন, মিম, নুপুর ও সেলিমকে সিরাজগঞ্জে এবং চালক নুরুল ইসলামকে ঢাকায় পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কোনাবাড়ী ইসহাক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ জানান, জেএসএসি পরীক্ষা শেষে সিএনজিযোগে রাব্বি ও তার সহযোগীরা বাড়ি ফিরছিল। মহাসড়কের কোনাবাড়ী এলাকায় পৌঁছলে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি বাস সিএনজিটিকে ধাক্কা দেয়। আশঙ্কাজনক অবস্থায় বগুড়া নেয়ার পথে রাব্বি মারা যায়।
বিডি প্রতিদিন/১০ নভেম্বর, ২০১৬/ফারজানা