সরকারি বঙ্গবন্ধু কলেজকে ধূমপান মুক্ত করার লক্ষ্যে গোপালগঞ্জে র্যালি ও সমাবেশ করেছে ছাত্রলীগ। সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগ আজ সকালে এ সমাবেশ ও কর্মসূচি পালন করে। কলেজ ক্যাম্পাস থেকে একটি র্যালি বের হয়ে শহীদ মিনারের পাদদেশে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সে কারণে কলেজ ক্যম্পাসে কোন শিক্ষার্থী যাতে ধূমপান না করে, সে জন্য সকলকে সচেতন করার জন্যই এই র্যালি ও সমাবেশ করা হয়েছে।