চুয়াডাঙ্গার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা ও দামুড়হুদায় বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেছে। অভিযানে চারটি প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারি পরিচালক মো. সেলিমুজ্জামান। এসময় কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চুয়াডাঙ্গা জেলা শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানে অংশ নেওয়া চুয়াডাঙ্গার মৎস্য জরিপ কর্মকর্তা মো. আতাউর রহমান জানান, বাজার মনিটরিং অভিযান পরিচালনাকালে দামুড়হুদার মল্লিক ফার্মেসীর ৪ হাজার টাকা, চন্দ্রা ফার্মেসীর ৩ হাজার টাকা, টুকিটাকি স্টোর ১০ হাজার টাকা ও চুয়াডাঙ্গার বেস্ট ফুডস এন্ড বেকারিজে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়াদোত্তীর্ণ ওষুধ, পরিস্কার পরিচ্ছন্নতার অভাব প্রভৃতি কারণে এ দণ্ড দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/ ১০ নভেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন