রহস্যজনক দুর্ঘটনার কবল থেকে বেঁচে গেলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া বেসিক শিল্পনগরী এলাকার ইবি ভিসির গাড়ি রহস্যজনক দুর্ঘটনার শিকার হয়।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, লালন আখড়ায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমি আয়োজিত আলোচনা সভায় যোগ দিতে সকাল ৯ টার দিকে ক্যাম্পাস ত্যাগ করেন উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারি। উপাচার্যের নিজস্ব পরিবহন (কুষ্টিয়া ঘ-১১০০২৮) যোগে সকাল সাড়ে ৯ টার দিকে কুষ্টিয়া বেসিক শিল্পনগরীতে পৌঁছালে গাড়িটি হঠাৎ করে ধাক্কা দিয়ে উঠে। গাড়িটি একটি নিদিষ্ট পার্ক করার পর দেখা যায় গাড়ির পেছনের বাম পাশের চাকার ৬ টি স্টিকের ১টি বাদে বাকি ৫টি স্টিকে বোল্ট নেই। পরে ভিসি অন্য একটি গাড়িতে করে আলোচনায় যোগ দেন। তবে এটি রহস্যজনক ও ষড়যন্ত্রমূলক হিসেবে ক্যাম্পাসে আলোচনা সমালোচনা চলছে।
গাড়ির ড্রাইভার আসাদ জানান, ‘ক্যাম্পাসের বাইরে ভিসি স্যারের প্রোগ্রামের কথা আমি আগে জানতাম না। আমাকে সকাল সাড়ে আট টার পর ফোনে জানানো হলে আমি তাৎক্ষনিক ঘুম থেকে উঠে ভিসি স্যারকে নিয়ে রওনা দ্ই। এ গাড়ির বোল্ট এমনিতে খোলে না। তাছাড়া এ গাড়ি চললে বোল্ট ঢেলা থাকলে আটকে যায়।’
উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারি জানান, ‘ঘটনাটি তুচ্ছ কোন ঘটনা নয়। এ বিষয়ে আমি কুষ্টিয়া পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থাকে অবহিত করেছি। তারা বিষয়টি খতিতে দেখছে।’
এদিকে আলোচনা সভা শেষে উপাচার্য ক্যাম্পাসে আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, শাপলা ফোরাম, জিয়া পরিষদ ও গ্রীন ফোরামের নেতৃবৃন্দ তার সাথে দেখা করে এ ঘটনার জন্য সমবেদনা প্রকাশ করেন। এছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এর সাথে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠনের দাবি জানান।