বগুড়ার ধুনটে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। আজ বেলা ১১টার দিকে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। আটককৃতরা হলো, গাজীপুরের জয়দেবপুর উপজেলার ডেসেরচালা গ্রামের আলমগীর হোসেনের ছেলে ট্রাক চালক রাকিব হাসান (২৪), গাইবান্দার সুন্দরগঞ্জ উপজেলার পাড়াসাদুয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে ফজলুল হক (২৫) ও গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বালিয়াদি গ্রামের বাকু মন্ডলের ছেলে মিনহাজ উদ্দিন মিন্টু (২৫)।
ধুনট থানার ওসি মিজানুর রহমান জানান, আন্ত:জেলা ডাকাত দলের ১০/১২ জন সদস্য উপজেলার খাটিয়ামারি এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ খবর পেয়ে মথুরাপুর-খাটিয়ামারি রাস্তার কাশিয়াহাটা সেতু এলাকা থেকে তাদের কে আটক করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার