নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ছোট ফেনী নদীতে বৃহস্পতিবার দুপুরে যাত্রীবাহী ট্রলার ডুবিতে ৩ শিশুর মৃত্যু হয়েছে।
নিহতদের মধ্যে ২ শিশুর পরিচয় জানা গেছে, এরা হলো চর বালুয়া গ্রামের আলী আহম্মদের ছেলে আসিফ(১২) ও ইব্রাহিমের ছেলে হৃদয়। অজ্ঞাত(১৫) অপর শিশুর পরিচয় জানা যায়নি।
কোম্পানীগঞ্জ থানার ওসি সৈয়দ ফজলে রাব্বি জানান, দুপুরে সুবর্ণচরের চর তোরাব আলী ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে একটি ট্রলার উরির চর যাচ্ছিল। গন্তব্যের কাছাকাছি পৌঁছালে যাত্রীদের হুড়োহুড়িতে ট্রলারটি একদিকে হেলে পড়ে ডুবে যায়। এ সময় ঘাটে থাকা লোকজনের সহয়তায় বেশির ভাগ যাত্রী তীরে উঠতে সক্ষম হলেও মারা যায় ৩ শিশু।
উদ্ধার যাত্রীদের মধ্যে মারজাহান (৩৫) নামের একজনকে চিকিৎসার জন্যে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আহত অপর ৪ জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।