মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পঞ্চগড় চিনিকল উচ্চ বিদ্যালয়ের মেধাবী দুই ছাত্র জিসান রহমান ও তানজিল ইসলামের মৃত্যুতে মহাসড়কে অটোভ্যান, অটো ও সিএনজি অটোরিক্সা চালকদের বেপরোয়া গাড়ি চালানোর প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় চিনিকলের সামনে ঢাকা-বাংলাবান্ধা মহসড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
তেলীপাড়া তরুণ সমাজ ও সচেতন মহলের আয়োজনে মানববন্ধনে পঞ্চগড় চিনিকল উচ্চবিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরাসহ স্থানীয়রা অংশ নেয়। মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় জনপ্রতিনিরা বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে মহাসড়কে অটোভ্যান, অটো ও সিএনজি চলাচল বন্ধের জন্য সরকারের প্রতি অনুরোধ জানান ।
বিডি-প্রতিদিন/ ১০ নভেম্বর, ২০১৬/ আফরোজ/০৮