চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিল ও তাদের বিচারের দাবি উঠেছে। সরকারি গেজেট থেকে রাজাকার ও ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম বাতিলের দাবিতে আজ মানববন্ধন করেছেন প্রকৃত মুক্তিযোদ্ধারা। তারা মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন। আজ দুপুরে আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আলমডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান কাজি খালেদুর রহমান অরুন, কোরবান আলী, এমদাদুল হক, গোলাম সরোয়ার, নজরুল ইসলাম, সাইফুল ইসলামসহ শতাধিক মুক্তিযোদ্ধা। মানববন্ধন শেষে ৬ দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করা হয়। প্রধানমন্ত্রী বরাবর প্রেরিত এ স্মারকলিপিটি গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান।
বিডি প্রতিদিন/এ মজুমদার