জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর জেলা ইউনিটের উদ্যোগে বিকাল ৩টায় সমিতির মিলনায়তনে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে আজ গণতন্ত্র ও আইনের শাসন নেই। গণতন্ত্র না থাকলে আইন থাকবে না। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আলোচনা শেষে নবীন আইনজীবীদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান অনুষ্ঠানের প্রধান অতিথি এ্যাড. খতিবুদ্দিন আহম্মদসহ ফোরামের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এ মজুমদার