বগুড়ার শেরপুর উপজেলার মুরগী ব্যবসায়ী আল মাসুদ হত্যা মামলায় নুরুল ইসলাম জায়দার ও মোস্তফা কামাল নামে ২ ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আজ বগুড়ার জেলা ও দায়রা জজ আদালত হত্যা মামলার রায় ঘোষণা করেন।
মামলা সূত্রে জানা যায়, শেরপুর উপজেলার কাফুরা পুর্বপাড়ার মাসুদ মুরগী ব্যবসা করতো। ২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় সে। দুই দিন পর একই এলাকার জিয়াউর রহমানের সেফটিক ট্যাংকের ভিতরে তার লাশ পাওয়া যায়। এ ব্যাপারে তার মা মালেঞ্চা বেগম বাদী হয়ে শেরপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশের তদন্তে এই হত্যা রহস্য উন্মোচন হয়। মাসুদকে ঘুমের ওষুষ খাইয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। মামলায় গ্রেফতারকৃত ২ জন আদালতে স্বীকারেক্তিমূলক জবানবন্দী দেয়। তদন্তকারী কর্মকর্তা ২০১৪ সালের সেপ্টেম্বরে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য প্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ফাঁসিতে ঝুলিয়ে দু’জনের মৃত্যুদণ্ডাদেশ দেয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার