বগুড়া শহরের নিশিন্দারা মন্ডলপাড়া আমবাগান এলাকায় নার্সারীতে পড়ুয়া ৭ বছরের এক শিশুকে হাত পা ও মুখ বেঁধে বলাৎকার করা হয়েছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে।
ওই শিশু বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
শিশুটির মা সবিতা বেগম জানান, পাশের বাড়ির মাশকরুল রহমান তারেক নামের ৯ম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্র তাকে মিষ্টি খাওয়ার কথা বলে বাসায় ডেকে নিয়ে যায়। পরবর্তীতে তাকে হাত পা বেঁধে ও মুখে কাপড় গুজে দিয়ে তাকে বলাৎকার করে। এতে সে অসুস্থ্য হয়ে পড়ে। পরে অসুস্থ অবস্থায় তারেক শিশুটিকে তাদের বাড়ির গেটে পৌঁছে দেয়। পরে শিশুটির কাছে তার মা ঘটনার বিবরণ শুনে এবং অবস্থা বেগতিক দেখে তাকে দ্রুত বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করে দেয়।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারী ওয়ার্ডের দায়িত্ব প্রাপ্ত চিকিৎসক আশিকুর রাহমান জানান, শিশুটি বুধবার রাত সাড়ে ৮টায় ভর্তি করা হয়েছে। তার অবস্থা খারাপ ছিল। বর্তমানে সে ভাল আছে। তবে বিষয়টি মেডিকেল টেস্ট্রের জন্য ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।