নারায়ণগঞ্জের ফতুল্লায় পৃথক দুইটি স্থান থেকে আজ বিকেলে এক প্রবাসীর স্ত্রী ও এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত দু'জন হলো, ফতুল্লার তক্কারমাঠ এলাকার সিঙ্গাপুর প্রবাসী আবুল বাশারের স্ত্রী ডালিয়া আক্তার (৩২) ও পশ্চিম লামাপাড়া এলাকার নিতাই চন্দ্র মন্ডল (৭০)।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ বিকালে পৃথক দুটি স্থান থেকে লাশ দুটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার/15