মুন্সীগঞ্জে ২ বোতল বিদেশি মদ ও ১৩৭৫ ক্যান বিয়ারসহ দুইজনকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে জেলার লৌহজং উপজেলার মাওয়া ১নং পুরাতন ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ওই মাদকদ্রব্য উদ্ধার করে র্যাব-১১ এর একটি দল।
র্যাব-১১’র মুন্সীগঞ্জ ক্যাম্প কমান্ডার এএসপি মো. মাসুদ আনোয়ার জানান, গোপন সংবদের ভিত্তিতে মাওয়া পরানঘাট এলাকায় রশিদ খার পরিত্যাক্ত গ্রামীণ টাওয়ারের দালানের কক্ষে অভিযান চলাকালে মো. আনিসুর রহমান মুন্না (২২) ও মো. জুনায়েদ (২৬) নামের দুই ব্যক্তির কাছ থেকে ২ বোতল বিদেশি মদ ও ১৩৭৫ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। তাদের দুজনের বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং এলাকায়। তিনি আরও জানান, এ সংক্রান্তে লৌহজং থানায় মামলার প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/ ১০ নভেম্বর, ২০১৬/ আফরোজ/১৭