পটুয়াখালীর কলাপাড়ায় ৬৮০ কৃষকের মধ্যে বিভিন্ন ধরনের কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব উপকরণ আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন সাবেক প্রতিমন্ত্রী আলহাজ মাহবুবুর রহমান এমপি।
উপজেলা নির্বাহী অফিসার এবিএম সাদিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মসিউর রহমান। সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত এসব কৃষকের মধ্যে বিনামূল্যে বিশেষ প্রণোদনা হিসেবে ভূট্টা, চিনাবাদাম, ফেলন ও মুগ ডাল জাতীয় বীজ এবং সার বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/ ১০ নভেম্বর, ২০১৬/ আফরোজ/১৯