খাগড়াছড়িতে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় চারজন আহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা আওয়ামী লীগের একটি মিছিল বিএনপির অফিস অতিক্রম করার সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় বিএনপি কার্যালয়ের সামনে একটি তোরণ ভাঙচুর করা হয়। বিএনপি'র অভিযোগ- আওয়ামী লীগের নেতা কর্মীরা তাদের তোরণ ভাঙচুর করে এবং তাদের নেতাকর্মীদের আহত করে। ওই তোরণ তারা কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানাতে তৈরি করেছিলেন।
অপরদিকে আওয়ামী লীগ অভিযোগ করে, তাদের মিছিল বিএনপি অফিস অতিক্রম করার সময় বিএনপির নেতাকর্মীরা হামলা চালায়।
এ ঘটনায় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা প্রসাশন সংঘাত এড়াতে শহরে ভ্রাম্যমাণ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ