রায়পুর উপজেলার উপকূলীয় এলাকা চরপলোয়ান, গাইয়ারচর, কুচিয়ামারা, চর আবাবিল, চরলক্ষ্মী, খাসেরহাট এবং বেড়িবাঁধের বাহিরের এলাকায় শীতকালীন সবজি লাউ, সিম, মুলা, লাল শাক, বাঁধাকপি, ফুলকপি, ধনিয়া পাতা ইত্যাদির ব্যাপক চাষাবাদ হয়। গত সপ্তাহে নিম্নচাপে লাগাতার বৃষ্টির কারণে এসব এলাকায় শীতকালীন শাক-সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
কৃষি অফিস সূত্রে জানা যায়, রায়পুর উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে উপকূলীয় পাঁচটি ইউনিয়নে ৩০ হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ হয়। কিন্তু গত সপ্তাহের নিম্নচাপে লাগাতার বৃষ্টির কারণে বীজ তলায় পানি জমে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে শীতকালে সবজির দাম অনেক বৃদ্ধি পাওয়ার আংশকা রয়েছে।
কৃষক মো. আব্দুল কাদের ও ইসমাইল জানান, বৃষ্টির কারণে ক্ষেতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এনজিও থেকে নেয়া ঋণের টাকা এখন কীভাবে পরিশোধ করবেন সে চিন্তায় অস্থির। আমরা এখন অনেক কষ্টে জীবন যাপন করছি।
রায়পুর উপজেলা কৃষি কর্মকর্তা জহির উদ্দিন বলেন, নিম্নচাপের ফলে উপকূলীয় এলাকায় শাক সবজির ব্যাপক ক্ষতি হয়। এ ক্ষতি পুষিয়ে উঠতে আমরা খুব দ্রুত কৃষকদের স্বল্প মুনাফায় ঋণ দেয়ার ব্যবস্থা করছি।
বিডি প্রতিদিন/১২ নভেম্বর, ২০১৬/ফারজানা