জালিয়াতির মাধ্যমে সিলেটের তারাপুর চা বাগানের দেবোত্তর সম্পত্তির হাজার কোটি টাকার জমি আত্মসাতের মামলায় রাগীব আলীর ছেলে আব্দুল হাইকে গ্রেফতার করেছে জকিগঞ্জ ইমিগ্রেশন পুলিশ। শনিবার দুপুরে ভারত থেকে জকিগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করার সময় তাকে গ্রেফতার করা হয়।
গত ১০ অাগস্ট ভূমি মন্ত্রণালয়ের স্মারক (চিঠি) জালিয়াতি ও প্রতারণার অভিযোগে দুটি মামলায় রাগীব আলী ও তার একমাত্র ছেলে আবদুল হাইসহ ছয় জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। ওইদিন বিকালেই সপরিবারে ভারত পালিয়ে যান তারা।
মামলার নথি থেকে জানা যায়, ৪২২ দশমিক ৯৬ একর জায়গায় গড়ে ওঠা তারাপুর চা-বাগান পুরোটাই দেবোত্তর সম্পত্তি। ১৯৯০ সালে ভুয়া সেবায়েত সাজিয়ে বাগানটির দখল নেন রাগীব আলী।
বিডি-প্রতিদিন/এস আহমেদ