সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জালভোট দেয়ার অভিযোগে নারীসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরের দিকে কাওয়াকোলা ইউনিয়নের বড় কয়ড়া কমিউনিটি ক্লিনিক ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
ভোটকেন্দ্রে দায়ত্বিরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, দুপরের দিকে জালভোট দেয়ার সময় ওই ৭ জনকে হাতেনাতে আটক করা হয়েছে। এদের মধ্যে ৪ জন নারী ও ৩ জন পুরুষ। পরবর্তীতে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/ ১২ নভেম্বর, ২০১৬/ আফরোজ