নন্দিত কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের ৬৮তম জন্মদিন উদযাপন উপলক্ষে আগামীকাল রবিবার (১৩ নভেম্বর) নেত্রকোনা ও কেন্দুয়ায় নানা কর্মসূচি নেয়া হয়েছে।
কেন্দুয়া উপজেলার নিজগ্রাম কুতুবপুরে হুমায়ূনের হাতে গড়া শহীদ স্মৃতি বিদ্যাপীঠের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এছাড়াও নেত্রকোনা হুমায়ূন আহমেদ স্মৃতি সংসদের উদ্যোগে এবং কেন্দুয়া উপজেলা সদরে হুমায়ূনভক্ত তরুণদের সংগঠন এবং সাহিত্য সংস্কৃতিবিষয়ক সংগঠন চর্চা সাহিত্য আড্ডা যৌথভাবে কেক কাটা, আনন্দ শোভাযাত্রা, হুমায়ূন আহমেদের বইপড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
বিডি-প্রতিদিন/ ১২ নভেম্বর, ২০১৬/ আফরোজ