সদ্য কারামুক্ত জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) বগুড়া জেলা শাখার সাধারন সম্পাদক ও বগুড়া পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর দেলওয়ার হোসেন পশারী হিরুকে সম্বর্ধনা দিয়েছে জেলা স্বেচ্ছাসেবক দল। শনিবার সন্ধ্যায় বগুড়া জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা কমিটির উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা মো. শোকরানা।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ মেহেদী হাসান হিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি নেতা আব্দুর রহমান, অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম, পরিমল চন্দ্র দাস, অ্যাডভোকেট নাজমুল হুদা পপন, অ্যাডভোকেট আব্দুল বাছেদ, আব্দুল ওয়াদুদ, স্বেচ্ছাসেবক দলের নেতা খান জাহাঙ্গীর, মাহবুব হাসান লেমন, আব্বু নূর মো. ওয়ালিদ, পলাশ, সাইমুম, আতিক প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ১২ নভেম্বর, ২০১৬/ আফরোজ