ব্যাংকিং খাতের সাইবার নিরাপত্তা জোরদারে বেসরকারি উন্নয়ন সংস্থা ঠ্যাংগামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) ব্যাংকারদের তথ্য প্রযুক্তি (আইটি) বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে।
আইটি বিষয়ক এই প্রশিক্ষণ কর্মসূচি চালু উপলক্ষে আজ শনিবার বগুড়ায় এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।
আইসিটিভিত্তিক প্রয়োজনীয় ব্যাংকিং সেবা নিশ্চিত করতে এই কর্মসূচির আওতায় সরকারি ও বেসরকারি উভয় মালিকানাধীন ব্যাংক কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করা হবে, যাতে দেশের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড আরো গতিশীল হবে।
কর্মশালায় এম এ মান্নান বলেন, ‘অনলাইন ব্যাংকিং খাতের প্রসার এবং গ্রাহকদের জন্য আইটিভিত্তিক সেবা প্রদানে ব্যাংক কর্মকর্তাদের আইটি প্রশিক্ষণ অতীব জরুরি।'
ব্যাংকিং খাতে আইসিটিভিত্তিক সেবা সংযোজনের জন্য সরকার ও বেসরকারি উভয় পর্যায় থেকে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করার প্রয়োজন রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
টিএমএসএস নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে-আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম খান, টিএমএএস উপ-নির্বাহী পরিচালক ড. মতিউর রহমান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক (আইসিটি) পরিচালক নিগার সুলতানা, টিএমএসএস আইসিটি লিমিটেডের পরিচালনা পর্যদের সদস্য মো. খায়রুল ইসলামসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা আলোচনায় অংশ নেন।
কর্মশালায় উন্নয়ন কর্মীসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কর্মীরা কর্মশালায় অংশ নেন।
বিডি প্রতিদিন/ ১২ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-০৯