জামালপুরের বকশীগঞ্জে এক বৃদ্ধ কৃষকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে বকশীগঞ্জ উপজেলার বগার চর ইউনিয়নের নয়াপাড়া এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে রহিম উদ্দিন (৬৫) নামে ওই বৃদ্ধ কৃষকের লাশ উদ্ধার করা হয়।
নিহতের ভাই আজহার আলী ও ফকরুদ্দিন জানান, সোমবার সন্ধ্যার পর থেকে রহিম উদ্দিন নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। সকালে বাড়ি থেকে ৫০ গজ দূরের একটি ধানী জমির পরিত্যক্ত সেচঘরে এলাকাবাসী গলাকাটা অবস্থায় তার মরদেহ খুঁজে পাওয়া পায়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/২২ নভেম্বর, ২০১৬/ফারজানা