লক্ষ্মীপুরের রায়পুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ ভোর রাতে উপজেলার হাজীমারা ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে উদমারা এলাকা থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার ৯নং দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের উদমারা গ্রামের আবুল কালামের ছেলে ছাব্বির হোসেন ও ১নং উত্তর চর আবাবিল ইউনিয়নের আবাবিল গ্রামের মাতাব্বর বাড়ীর শাহ্ আলম মাতাব্বরের ছেলে মঞ্জুর হোসেন মাতাব্বর।
পুলিশ সূত্রে জানা যায়, রায়পুর থানাধীন হাজীমারা ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে উদমারা এলাকা থেকে ১২০ পিস ইয়াবাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে হাজীমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রায়পুর থানায় একটি মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার/21