দিনাজপুর-ঢাকা মহাসড়কের ফুলবাড়ীতে যাত্রীবাহী বাসের চাপায় আরমান আলী নামে এক পথচারী নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় ফুলবাড়ী শহরের নিমতলা মোড়ে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত পথচারী দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার অম্রবাড়ী গ্রামের ইয়াছিন আলীর ছেলে।
ফুলবাড়ী থানার ওসি মোকসেদ আলী প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বলেন, নিহত পথচারী আরমান আলী (৩২) ফুলবাড়ী পৌরশহরের নিমতলা মোড়ের সোনালী ব্যাংকের সামনে রাস্তা পারাপারের সময় ফুলবাড়ী বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/২২ নবেম্বর ২০১৬/হিমেল