লালমনিরহাটের তিস্তা সড়ক সেতুতে রংপুরগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই খলিলুর রহমান (১৮) নামে বাসের এক হেলপার নিহত হয়।
লালমনিরহাট সদর থানার এসআই মানিক জানান, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি বাস মঙ্গলবার দুপুরে তিস্তা সড়ক সেতুতে উঠা মাত্রই নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর মাঝখানেই উল্টে যায়। এ ঘটনায় বাসের হেলপার ঘটনাস্থলেই মারা যান। পরে সদর থানা পুলিশ নিহত হেলপারের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
দুর্ঘটনার ফলে সেতুর উপর দিয়ে প্রায় ২ ঘণ্টা সকল যান চলাচল বন্ধ থাকে। এ সময় সেতুর দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়।
বিডি প্রতিদিন/২২ নভেম্বর ২০১৬/হিমেল