কুমিল্লার চৌদ্দগ্রামের উজিরপুর ইউনিয়নের জগমোহনপুরসহ বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫০ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও চা পাতা আটক করেছে বিজিবি। মঙ্গলবার বিকেলে মালগুলো কুমিল্লা কাস্টমস্ অফিসে জমা করা হয়েছে।
বিজিবি ১০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হাসান জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাতে জগমোহনপুর এলাকা থেকে ভারতীয় ৬৪৫ পিস শাড়ি এবং ৩৬ কেজি চা পাতা মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। অন্যান্য সীমান্ত এলাকা থেকে হুইস্কি ৩৪ বোতল, বিয়ার ১৪ বোতল, অবৈধ স্টেরয়েড ট্যাবলেট ৩৬১৪০টি, পোস্তদানা ১৫০ কেজি, চকলেট ২৪ প্যাকেট, বিস্কুট ২০০ প্যাকেট, মবিল ৩৮ লিটার, কসমেটিকস সামগ্রী ১৯৫৯ টি এবং ১টি সিএনজি অটোরিক্সা মালিকবিহীন অবস্থায় আটক হয়েছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ২২ নভেম্বর, ২০১৬/ আফরোজ-১১