দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা জামায়াতের সেক্রেটারি সাখাওয়াত হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপরে শহরের জেল রোড থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান কোতয়ালী থানার ওসি রেদওয়ানুর রহিম।
সাখাওয়াত হোসেন চিরিরবন্দর উপজেলার হাটখোলা এলাকার বাসিন্দা। এছাড়া শহর শিবিরের সাবেক সেক্রেটারি ও চিরিরবন্দর উপজেলা জামায়াতের সেক্রেটারি।
ওসি বলেন, সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন।
বিডি-প্রতিদিন/২২ নভেম্বর, ২০১৬/মাহবুব