নীলফামারীর জলঢাকা উপজেলা জামায়াতের আমীরসহ পাঁচজনকে আটক করেছে জলঢাকা থানা পুলিশ। সোমবার সকালে জলঢাকা উপজেলার কাঁঠালি ইউনিয়নের দক্ষিণ দেশিবাই গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে দৈনিক সংগ্রামের জেলা সংবাদদাতাও রয়েছেন।
আটকরা হলেন- উপজেলা জামায়াতের আমীর সাবের আলী, অর্থ সম্পাদক জামিয়ার রহমান, কাঠাঁলি ইউনিয়ন আমীর রাশেদুজ্জামান, উপজেলা জামায়াতের রোকন ও দৈনিক সংগ্রামের জেলা সংবাদদাতা কামরুজ্জামান এবং জামায়াত নেতা মাওলানা আকবর আলী।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, নাশকতা সৃষ্টির লক্ষ্যে গোপন বৈঠক করার সময় সংবাদ পেয়ে তাদের সেখান থেকে আটক করা হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ