৫ ডিসেম্বর, ২০১৬ ২১:০৫

যৌন হয়রানির অভিযোগ করায় পরীক্ষায় অংশগ্রহণে বাধা প্রদান

আকবর হোসেন সোহাগ, নোয়াখালী:

যৌন হয়রানির অভিযোগ করায় পরীক্ষায় অংশগ্রহণে বাধা প্রদান

নোয়াখালীর সদর উপজেলার পূর্ব শুল­্যকিয়াগ্রামের মোছলেহ উদ্দিনের কন্যা (১৩) স্থানীয় উত্তর ওয়াপদা কেরামতিয়া মাদ্রাসার যষ্ঠ শ্রেণির ছাত্রী আব্দুল­া-আল নিরব ও মো. মিলনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছে। এতে বখাটে দুই যুবক স্থানীয় প্রভাবশালী ও মাদ্রাসা কর্তৃপক্ষকে বলে ঐ ছাত্রীকে মাদ্রাসা থেকে বের করে দেয়। বখাটেদের এসিড নিক্ষেপের ভয়ে ও মাদ্রাসা কর্তৃপক্ষের নির্দেশে ঐ ছাত্রী বার্ষিক পরীক্ষায় অংশ নেয়নি বলে অভিযোগ করেছে ছাত্রীর পরিবার।

এ ব্যাপারে স্থানীয় ধর্মপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবু তাহেরের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ওই ছাত্রীর মা'ই তার মেয়েকে মাদ্রাসা থেকে নিয়ে যায়। এখানে কারো কোন দোষ নেই।  

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, এ জাতীয় একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি রহস্যজনক কী-না তদন্ত সাপেক্ষে জানা যাবে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর