রাজশাহী বাগমারা উপজেলায় একটি পুকুর থেকে আবদুল ওয়াদুদ ওরফে আপন (৩৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে দিকেরামরামা চৌগাছিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
নিহত আপন উপজেলার হামিরবুৎসা মন্ডলপাড়া গ্রামের মৃত জেকের আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আপন মৃগী রোগী ছিলেন। সকালে চিকিৎসকের কাছে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হওয়ার পর সারাদিন আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে সন্ধ্যায় স্থানীয়রা ওই পুকুরে লাশটি ভাসমান অবস্থায় দেখে থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
রাজশাহীর বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন জানান, মৃগী রোগে আক্রান্ত হয়ে পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
বিডি প্রতিদিন/০৬ ডিসেম্বর ২০১৬/হিমেল