প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন অসহায় পিতা। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
শিবগঞ্জ উপজেলার মরদানা গ্রামের মোহাম্মদ আলম সংবাদ সম্মেলনে জানান, গত ১৫ অক্টোবর রাতে তার প্রতিবন্ধী মেয়ে জান্নাতি (১৮) নিজ ঘরে ঘুমিয়ে ছিল। কিন্তু সকালে তাকে ঘরে পাওয়া যায়নি। পরের দিন সকালে বাড়ি থেকে কিছু দূরে একটি আখ খেতের মধ্যে মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করে শিবগঞ্জ থানা পুলিশ।
এ ঘটনায় তিনি বাদি হয়ে গত ১৭ অক্টোবর দুই জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ তৌহিদ নামে এক আসামিকে গ্রেফতার করলেও অন্য আসামি ইসমাইল হোসেন প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাকে পুলিশ গ্রেফতার করছে না।
বিডি প্রতিদিন/এ মজুমদার