কুমিল্লার চৌদ্দগ্রামে চোরাই মালামালসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন উপজেলার চিওড়া ইউনিয়নের লিটন মিয়া (৩০) ও আলকরা ইউনিয়নের রিয়াজ হোসেন (২৪)। মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার এসআই কমল কৃষ্ণ ধর জানান, গত বুধবার রাতে আলকরা ইউনিয়নের পূর্ব ডেকরা গ্রামের মোল্লা মার্কেটের কয়েকটি দোকানে চুরি করে ছয় লাখ টাকা মূল্যের মালামাল লুটে নেয় সংঘবদ্ধ চোরচক্র। এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করা হয়। পুলিশ প্রয়োজনীয় সোমবার রাতে লিটন ও রিয়াজকে আটক করে।
বিডি প্রতিদিন/১৩ ডিসেম্বর, ২০১৬/ফারজানা